মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের সৈয়দ আতর আলী রোডে জামরুলতলা এলাকায় বৃহস্পতিবার দুপুরে নকল ও অ-অনুমোদিত শিশু খাদ্য বিক্রির অভিযোগে মেসার্স ভাই ভাই স্টোরকে ৩০ হাজার এবং মেসার্স মামুন স্টোরকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ। মাগুরায় ভেজাল শিশু খাদ্য জব্দ করে দুইটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা নগদ অর্থ জরিমানা করে ও শিশু খাদ্য জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। অভিযানের সময় ব্যবসায়ী মালিক ও অভিযোগকারীরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।