নিজস্ব প্রতিবেদক: শনিবার রাতে যশোরের মণিরামপুর উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব জামায়াতের উদ্যোগে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় ৩ নম্বর ওয়ার্ড বাঙ্গালীপুর একাদশ এবং ৫ নম্বর ওয়ার্ড শ্যামকুড় ছাত্রদল। উত্তেজনাপূর্ণ ও জমজমাট এ ম্যাচে ৫ নম্বর ওয়ার্ড শ্যামকুড় ছাত্রদল জয়ী হয়, আর ৩ নম্বর ওয়ার্ড বাঙালিপুর দল রানারআপের গৌরব অর্জন করে।
খেলায় অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনের জন্য ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন রাজু, আর ‘ম্যান অফ দ্য সিরিজ’ খেতাব পায় ছাত্রদলের অনিক। সেরা গোলকিপার নির্বাচিত হন অমিত।
ফাইনালের পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মণিরামপুর উপজেলা শাখার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের সেক্রেটারি ডা. মো. মনিরুজ্জামান মনি, চিনাটোলা বাজারস্থ সাউথইস্ট ব্যাংকের ম্যানেজার শফিকুল ইসলাম শফি ও স্থানীয় সমাজসেবক ওবায়দুল।
সাউথইস্ট ব্যাংক চিনাটোলা বাজার শাখার সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টে খেলা পরিচালনায় ছিলেন আনোয়ার কবীর ও শিক্ষক আহসানুল কবির লাভলু।