নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : মণিরামপুর ও কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা পরিষদ অডিটোরিয়মে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মুক্তার আলী। মণিরামপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল সহকারী অধ্যাপক আহসান হাবিব লিটনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য ড. আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, অ্যাড.গাজী এনামুল হক, অধ্যাপক ফজলুল হক প্রমুখ। সম্মেলনে দুই উপজেলার সংগঠনের রুকন সদস্যরা অংশ গ্রহণ করেন।