কেশবপুর প্রতিনিধি: কেশবপুর আল আমিন মডেল একাডেমির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর আল আমিন মডেল একাডেমির পরিচালক আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, মনোজকান্তি হালদার প্রমুখ।
অনুষ্ঠানে আল আমিন মডেল একাডেমির ট্যালেন্টপুলে ৩১ জনসহ ৭৩ জন বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।