কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে আলামিন (২২) নামে এক প্রবাস ফেরত গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কাশিমপুর গ্রামে।
আত্মহননকারী আলামিন কাশিমপুর গ্রামের এছাক আলী মোড়লের ছেলে।
এ ঘটনায় কালিগঞ্জ থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলায় আলামিনের চাচাতো ভাই আমিরুল ইসলাম (৩৭) জানান, প্রায় ১ মাস পূর্বে আলামিন দুবাই থেকে বাড়িতে এসেছে। বুধবার বেলা ১১টার দিকে তাকে শয়নকক্ষের আড়ায় নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে নামিয়ে স্থানীয় গ্রামডাক্তারের কাছে নেয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে আলামিনকে গ্রামডাক্তার মৃত ঘোষণা করেন।
কী কারণে আলামিন আত্মহত্যা করেছেন সে ব্যাপারে পরিবারের পক্ষ থেকে জানাতে পারেননি। তবে প্রেমঘঠিত কারণে আলামিন আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে এটা আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।