নেহালপুর প্রতিনিধি: মণিরামপুরের কুলটিয়া ইউনিয়নে ভবদহের জলাবদ্ধ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে দুটি স্বেচ্ছাসেবক সংস্থা। ঢাকার এইচএমবিডি ফাউন্ডেশন বাংলাদেশ ও প্রাইড যশোরের যৌথ উদ্যোগে বুধবার ইউনিয়নের মহিষদিয়া, কুলটিয়া, মশিয়াহাটী, সুজাতপুর, হাটগাছা ও বাজেকুলটিয়া গ্রামের দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। পরে সংস্থার কর্মকর্তারা ভবদহ জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। এ সময় এইচএমবিডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ যুবারা মাহাদী, প্রাইড যশোরের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার বালা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৃতি মন্ডল এবং শিক্ষক ও সাংবাদিক উৎপল বিশ্বাস উপস্থিত ছিলেন। প্রাইড যশোরের পরিচালক উজ্জ্বল কুমার বালা বলেন, আমরা আজ সীমিত পরিসরে মানবিক সহায়তা প্রদান করছি। এলাকা পরিদর্শনের পর পরবর্তীতে আরও বৃহৎ পরিসরে এই কার্যক্রম পরিচালনা করা হবে জানিয়ে তিনি আশা ব্যক্ত করেন।