ডুমুরিয়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন সময় যারা দেশ শাসন করেছেন, জনগণের ম্যান্ডেট নিয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা শুধু নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। বিন্দুমাত্র জনগণের ভাগ্য বদল করতে পারেনি। এখন জনগণ সিদ্ধান্ত নিয়েছেন আগামী নির্বাচনে একটি নতুন বাংলাদেশ চাই। সোমবার সকালে ডুমুরিয়া বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত ৫৪ বছরের ইতিহাসে দেখা গেছে, জামায়াতে ইসলামী ছাড়া কোনো দল বুকে হাত দিয়ে বলতে পারবে না, যে তারা দুর্নীতি করেনি। বিগত সময় সরকারের ২০ এমপি ২ মন্ত্রী ছিলো জামায়াতের। তাদের মধ্যে কারো বিরুদ্ধে কোন দুর্নীতির প্রমাণ কেউ দেখাতে পারেনি। কিন্তু যারা এযাবৎ দেশ শাসন করেছে তাদের সকলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। বারবার দুর্নীতিতে বাংলাদেশ বিশ্বে চ্যাম্পিয়ন হয়েছে। তিনি আরো বলেন, বিগত দিনে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, খুন, ঘের দখল, জমি দখলসহ নিরীহ জনগণের উপর নির্যাতন অত্যাচার হয়েছে। বিশেষ করে হিন্দু ভাইদের উপর দখলদারীসহ তাদেরকে নানা ধরনের নির্যাতন করে ভোট ছিনিয়ে নিয়েছে। আজ হিন্দু ভাইয়েরা নিরাপত্তা চায়। জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে হিন্দু-মুসলিম সবাই একসাথে সুন্দরভাবে বসবাস করতে পারবে। জনগণের মধ্যে সেই আকাঙ্খা জেগেছে। পুরানো কোন জিনিস নতুন কাগজের মোড়কে ক্ষমতায় যেতে আমরা আর দেখতে চাই না। দেশের জনগণ শাসকের পরিবর্তন চায়। তাই আগামী নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় আনতে জাতি ঐক্যবদ্ধ হয়েছেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য অ্যাড. আবু ইউসুফ মোল্যা, উপজেলা আমির মাওলানা মুখতার হোসাইন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান ও গাজী সাইফুল্লাহ, ভারপ্রাপ্ত সেক্রেটারী আব্দুর রশিদ, সহকারী সেক্রেটারী মাওলানা ফরহাদ আল মাহমুদ, ডুমুরিয়া উপজেলা শিবির সভাপতি আবু তাহের, পশ্চিম শাখা সভাপতি শামিদুল ইসলাম লিমন, আব্দুল গণি খান, শেখ জালাল উদ্দিন, শেখ মোসলেম উদ্দিন, হাফেজ মঈন উদ্দিন, আবদুল হান্নান, আবুল হোসেন, উপজেলা সনাতন শাখার সেক্রেটারী অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, মাওলানা আব্দুস সোবহান, ফরিদ হোসেন, আবু সুফিয়ান, অ্যাড আলমগীর কবির, নাজমুল হোসেন প্রমুখ।
সকাল ১০ টা থেকে শুরু হওয়া গণসংযোগ জোহরের নামাজের পূর্ব পর্যন্ত অনুষ্ঠিত হয়। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণসংযোগের সময় বাজারের ব্যবসায়ী ও পথচারীসহ বিভিন্ন শ্রেণির মানুষের সাথে সালাম, শুভেচ্ছা ও মতবিনিময় করেন। বিকেল ৪টায় গুটুদিয়া ইউনিয়নের কুলটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।