কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে কসমস ফুটবল একাদশ সেমিফাইনালে উন্নীত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত কলারোয়া পাবলিক ইনস্টিটিউট (কপাই) আয়োজিত এই ট্র্নুামেন্টের প্রথম পর্বের ৪র্থ ও শেষ খেলায় পরস্পরের মুখোমুখি হয় খুলনা এসবি একাডেমি ও কসমস ফুটবল একাদশ, কালিগঞ্জ। বিপুল দর্শক সমাগমে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয় শ্যামনগর ফুটবল একাদশ। খেলার দ্বিতীয়ার্ধ্বে শেষ বাঁশি বাজার মিনিটখানেক আগে কসমস ফুটবল একাদশের ১০ নং জার্সিধারী সাইদুল জয়সূচক একমাত্র গোলটি করেন। কর্নার কিক গোলপোস্ট বরাবর এলে দর্শনীয় হেড দিয়ে গোলটি করেন সাইদুল। খেলার সেরা খেলোয়াড় বিবেচিত হন কসমস ফুটবল একাদশের তুহিন। খেলাটি পরিচালনা করেন রেফারি মিয়া ফারুক হোসেন স্বপন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব তাহের মোল্লা জানান, আগামী ১৯ অক্টোবর, রোববার ট্র্নুামেন্টের প্রথম সেমিফাইনালে কসমস ফুটবল একাদশ, কালিগঞ্জ ও ধুলিহর সুপারস্টার যুব সংঘ পরস্পরের মুখোমুখি হবে।