কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের দুই সাংবাদিক নূরুল ইসলাম খান ও কামরুজ্জামান রাজু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পারিবারিক সূত্রে জানাগেছে কেশবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম খান ও দৈনিক আজকের পত্রিকা ও গ্রামের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান রাজু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। অক্রান্তদের পরিবারের সকলেই তাদের সুস্থতা কামনা করেছেন। এবং দোয়ার পাশাপাশি সতর্কতার সাথে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি কেশবপুরে ডেঙ্গু প্রকোপ দেখা দিয়েছে। ওয়াডে ৩ জন পুরুষ ও একজন মহিলা ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।