কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নে বৃহস্পতিবার থেকে সরকার ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিটি কার্ডধারীকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বস্তা সহ ৪৭০ দরে সরবরাহ করছেন। এ কর্মসূচির দায়িত্বে রয়েছেন মেসার্স শান্ত এন্টারপ্রাইজ, যার স্বত্বাধিকারী মনিরুজ্জামান মিলন জানান, পর্যাপ্ত মজুত নিশ্চিত করে সঠিকভাবে চাল বিতরণ করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫ (আংশিক) নং ওয়ার্ডের কার্ডধারী পরিবারগুলো চাল সংগ্রহের সুযোগ পাচ্ছে। ধাপে ধাপে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও এ বিতরণ কার্যক্রম সম্প্রসারিত হবে।স্থানীয় ইউপি সদস্য মোঃ হেকমত আলী ও গ্রাম পুলিশ কার্যক্রম তদারকিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। স্থানীয় জনপ্রতিনিধি হেকমত আলী জানান, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্পমূল্যে চাল সরবরাহের মাধ্যমে সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।