ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় মেয়ে দেখতে এসে মাত্র ২ মাসে গড়ে ওঠা প্রেমের সম্পর্কে প্রেমিকাকে অপহরণের ১২ দিন পর মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের হাতে আটক হয়েছে প্রেমিক আব্দুর রহিম মোল্যা(২৬)। অপহরণ মামলায় বুধবার রাতে নড়াইল জেলা সদরের আগদিয়া নিজ এলাকা থেকে গ্রেফতার দেখানো হয়েছে।
জানা যায়, দুই মাস আগে নড়াইল জেলার আগদিয়ার ওসমান মোল্যার ছেলে আব্দুর রহিম মোল্যা তার এক আত্মীয়’র মাধ্যমে খুলনার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের ১০ শ্রেণির ওই মাদ্রাসা ছাত্রীকে (১৬) দেখতে যায়। কিন্তু মেয়ে বিবাহযোগ্য বয়স না হওয়ায় এ বিয়েতে রাজি হয়নি পরিবার। এদিকে আব্দুর রহিম মেয়ের ফোন নম্বর জোগাড় করে মেয়ের সাথে বিভিন্ন সময় কথা বলে। একপর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর গত ২৭ সেপ্টেম্বর আরশনগর শেখ শাহ আবজাল রহমতুল্লা দাখিল মাদ্রাসা এলাকা থেকে মেয়েকে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর মেয়ের পিতা হারুন-অর-রশিদ বাদী হয়ে রহিম মোল্যার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি অপহরণ মামলা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইব্রাহিম হোসেন জানান, প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েকে অপহরণ করা হয়। এ ঘটনায় ভিকটিম উদ্ধারসহ আসামিকে নড়াইলের আগদিয়া এলাকা থেকে আটক করা হয়।