Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনায় ভাঙড়ি ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, শ্যালিকা গ্রেফতার

এখন সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর , ২০২৫, ০৬:২৬:২৬ পিএম

খুলনা প্রতিনিধি : খুলনা নগরের খালিশপুরে সবুজ খান (৫৫) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ খান খুলনার বায়তুল ফালাহ এলাকায় ভাঙড়ির ব্যবসা করতেন। পুলিশ বলছে, পারিবারিক বিরোধের জেরে সবুজ খানকে তার শ্যালিকা নাজমা বেগম ও নাজমার ছেলে মিলে হত্যা করেছেন। নিহত সবুজ খানের পরিবারের দাবি, স্থানীয় মাদক ও মামলাবাজ একটি গ্রুপের সঙ্গে শত্রুতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটে। ওই চক্রের নেতৃত্বে ছিলেন নাজমা ও তার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজারে যাওয়ার পথে বক্কর বস্তি এলাকায় কয়েকজন দুর্বৃত্ত সবুজ খানের পথরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সবুজ খানের জামাতা মোহাম্মদ বাবু বলেন, ‘স্থানীয় মাদক ও মামলাবাজ একটি গ্রুপের বিরুদ্ধে ৫ অক্টোবর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছিল। তারাই সকালে আমার শ্বশুর বাজারে যাওয়ার সময় বক্কর বস্তি এলাকায় তার পথ আটকে দেয়। এ সময় ছয়-সাতজন তাকে কুপিয়ে হত্যা করে।’ খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, নিহত সবুজ খান ও তাঁর শ্যালিকা নাজমা বেগমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে নাজমা ও তার ছেলে মিলে ধারালো অস্ত্র নিয়ে সবুজ খানের ওপর হামলা চালায়। নাজমা দাঁড়িয়ে ছিল এবং তার ছেলে ও সহযোগীরা কুপিয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাজমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের ধরতে অভিযান চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)