কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: “আপনার চোখকে ভালোবাসুন” প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উপলক্ষে চক্ষু সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৬নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাজেদা ফাউন্ডেশন ও ভিশন স্প্রিং-এর যৌথ উদ্যোগে এ চক্ষু সেবা অনুষ্ঠিত হয়।
ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর সভাপতিত্বে চক্ষু সেবা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বালিয়ডাঙ্গা মঙ্গলজান শেখ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা। এছাড়া উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের ফোকাল খাদিম আল-দ্বীন, ফিল্ড অপারেশন ম্যানেজার আমিনুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার তারিকুল আলম ও সেক্টর স্পেশালিস্ট বাবুল হোসেন।
কর্মসূচিতে ২৩০ জন নারী ও পুরুষের চোখের পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২৪ জনের নিকট দৃষ্টির সমস্যা শনাক্ত করে স্বল্পমূল্যে রিডিং গ্লাস প্রদান করা হয়।
উল্লেখ্য, সাজেদা ফাউন্ডেশন ও ভিশন স্প্রিং-এর পার্টনারশিপে পরিচালিত ‘রিডিং গ্লাসেস ফর ইমপ্রুভড লাইভলিহুডস প্রকল্পের আওতায় এখন পর্যন্ত প্রায় ৬৭ হাজার মানুষের চোখ পরীক্ষা করা হয়েছে এবং ৪৩ হাজারেরও বেশি মানুষের দৃষ্টিসমস্যা চিহ্নিত করে সংশোধন করা হয়েছে। বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে দেশের ২৫টি জেলায় একযোগে চক্ষু সেবা কর্মসূচি আয়োজন করেছে সাজেদা ফাউন্ডেশন।