Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ধলবাড়িয়ায় মাদক ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময়

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর , ২০২৫, ০৫:৩৪:৪২ এম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে মাদক ও মানব পাচার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম, পুরোহিত, বিজিবি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

ধলবাড়িয়া ইউপি সচিব খান আহাদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াত ইসলামী ধলবাড়িয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি  হাফেজ আহম্মাদ শাহ মাসুদ, প্যানেল চেয়ারম্যান এস এম আব্দুর রব, ইউপি সদস্য ও সাংবাদিক এসএম গোলাম ফারুক, ইউপি সদস্য যথাক্রমে আবদুল কাদের, কামাল পাশা, আব্দুল কাদের, রফিকুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য শামসুন্নাহার, আমেনা খাতুন ও সুফিয়া বেগম, ধলবাড়িয়া সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম ও গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)