Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর , ২০২৫, ০৫:৩৪:৪৩ এম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই ফুটবল মাঠে ১০ দিনব্যাপী ‘৭ম বার্ষিক’ বৃক্ষমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টা আনুষ্ঠানিকভাবে এ বৃক্ষমেলার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।

এ সময় তিনি বলেন, ‘‘গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি জীবন দেয়। প্রতিটি মানুষ যদি একটি করে গাছ রোপণ করে যথাযথভাবে যত্ন নেয় তবে আমাদের পরিবেশ আরও সুন্দর, নিরাপদ ও সবুজ হয়ে উঠবে।’’

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন, রাজিব সরদার প্রমুখ।

এ সময় চাঁচাই সবুজ সংঘের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সহসভাপতি আকরাম হোসেন, কোষাধ্যক্ষ সঞ্জয় মণ্ডল, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক সুমন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক লাল্টু ইসলাম, আশরাফুল ইসলামসহ নার্সারি মালিক, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এ বৃক্ষ মেলা চলবে। বৃক্ষমেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আয়োজকরা জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)