ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় আয়শা বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে মাগুরাঘোনা ক্যাম্প পুলিশ বেতাগ্রাম গাজীপাড়া এলাকার আম গাছে ঝুলন্ত ওই নারীর লাশ উদ্ধার করে।
পুলিশের এসআই মোঃ ইব্রাহিম হোসেন জানান, দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন আয়শা বেগম। তিনি মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রাম গাজীপাড়া এলাকার ঘরামি আবু বক্কার গাজীর স্ত্রী। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।