কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবে মঙ্গলবার স্বরুপজান বিবি নামে এক বৃদ্ধা ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। পৌরসভার তুলসীডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হাকিমের সহধর্মিণী স্বরুপজান বিবি লিখিত বক্তব্যে জানান, গত ৩০ সেপ্টেম্বর কলারোয়া রিপোটার্স ক্লাবে আমার ছেলে ইবাদুল মিথ্যা সংবাদ সম্মেলন করে। স্বরুপজান বিবি বলেন, আমি মা হয়ে মনের কষ্টে বলছি হামিদুল ও ইবাদুলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক।