কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : মাদক উদ্ধারে এসেছি, দরজা খোলেন। এমন কথা বলে এক ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে ডাকাতি শেষে পালানোর সময় গ্রামবাসীর হাতে তিন ডাকাত আটক হয়েছে। তবে, এ সময় ডাকাত দলের সাথে থাকা আরো ৫ সদস্য পালিয়ে গেছে। সোমবার রাত পৌনে ৮ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ৩ ডাকাত সদস্যদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সকালে ওই গ্রামের সাথী খাতুন নামে এক মহিলাকে থানায় নিয়ে এসেছে পুলিশ। দুপুরে ভুক্তভোগী গৃহকর্ত্রী রিজিয়া খাতুন কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আটক ৩ ডাকাত সদস্যরা হলো- ঝিনাইদহ সদরের চান্দুয়ালী গ্রামের আবাইদুল মন্ডলের ছেলে তুষার, হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর এলাকার আবুল হোসেনের ছেলে শাহাবুর মন্ডল ও বইটাপাড়া এলাকার মহিউদ্দিন সরদারের ছেলে রানা হোসেন।
ভুক্তভোগী উপজেলার বেজপাড়া গ্রামের বজলুল করিমের স্ত্রী রিজিয়া খাতুন এজাহারে উল্লেখ করেছেন, সোমবার রাতে তার স্বামী বাইরে থাকায় বাড়িতে তিনি একাই ছিলেন। এ সুযোগে রাত পৌনে ৮ টার দিকে ৭/৮ জন মানুষ মাদকদ্রব্য উদ্ধারে এসেছেন বলে বাড়িতে প্রবেশ করেন। এরপর তারা এই বাড়িতে কেউ গাঁজা নিয়ে ঢুকেছে তল্লাশী করবে বলে রিজিয়াকে ২য় তলাতে নিয়ে যায়। কিছু সময় পরেই নিচে এসে দেখেন ঘরের আলমারিসহ ড্রয়ার ভাঙা। সেখানে থাকা ডাকাত দলের সবারই হাতে ধারালো অস্ত্র। তিনি বলেন, ডাকাতরা তার আলমারী থেকে প্রায় ১৫ থেকে ২০ ভরি সোনার গহনা ও নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হাতে ৩ জন আটক হয়।
স্থানীয়রা জানায়, রাত ৮ টার দিকে বজলুর স্ত্রী রাজিয়া খাতুনের চিৎকারে তারা ওই বাড়িতে যান। ডাকাতির কথা শুনে গ্রামবাসীরা সাথে সাথেই ডাকাত দলের পিছু ধাওয়া করেন। এ সময়ে গ্রামের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা তিনজনকে আটক করেন। তবে, ডাকাত দলের বাকী আরো ৫ সদস্যকে ধরতে পারেনি। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী টিম এসে ধৃত ৩ ডাকাতকে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, রাতেই পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে ধৃত তিন ডাকাতকে থানায় নিয়ে আসে। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক বাকিদের আটকের চেষ্টা চলছে। তিনি বলেন, ডাকাতির ঘটনায় সন্দেহভাজন ওই গ্রামের এক নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।