ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নন প্রকল্পের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয় ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার (৬ অক্টোবর) দুপরে উপজেলা সরকারি পুকুর, মায়েরখালী কালীগঙ্গা নদী, সোনাখালী খাল ও ভেটকার বিলে মোট ৮৩৭ কেজি রুই, মৃগেল ও কাতলা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, ফকিরহাট উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি খান শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান লাচ্চু, ঠিকাদার কাজী মনিরুজ্জামান টুটুক প্রমুখ।