কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে বাতিল করে এবং মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংকের কেশবপুর উপজেলা শাখার গ্রাহকরা।
সোমবার সকালে মেইন রোডে ত্রিমোহিনী মোড় চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে কেশবপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহক, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমির অধ্যাপক জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুকুজ্জামান, মনিরুল ইসলাম, প্রভাষক মোঃ আবু জাফর প্রমুখ।