কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার চিংড়া এলাকায় ব্র্যাক প্রগতি এনজিওর দুই নারী কর্মীর ওপর হামলার ঘটনায় প্রধান আসামি লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মো. শামীম হোসাইন বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে প্রধান আসামি লিটন হোসেন (৪৩)–কে গ্রেফতার করা হয়েছে। তিনি চিংড়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্র্যাক প্রগতি এনজিওর সাগরদাড়ি শাখার দুই নারী কর্মী মাসিক কিস্তির টাকা সংগ্রহ করতে লিটনের বাড়িতে গেলে তার সঙ্গে ইমরান ও কেয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দুই নারী কর্মী ফারজানা আরা ঝুমুর (৩২) ও নিপা গাইন (৩৪)-এর ওপর হামলা চালান। এতে ফারজানা আরা ঝুমুর গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহতদের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে বলে জানান এসআই শামীম হোসাইন। তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় কেউ ছাড় পাবে না। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।”