Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

এখন সময়: রবিবার, ১৯ অক্টোবর , ২০২৫, ১২:২৭:৩৬ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে সদরের আড়মুখী ও শৈলকুপার শেখরা গ্রামের মাঠে এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন- আড়মুখী গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে ৪৫ বছর বয়সী শিমুল বিশ্বাস ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের কৃষক হুরমত শেখ।

স্থানীয়রা জানান, শিমুল বাড়ির পাশের মাঠে নিজ জমিতে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে অন্যদের সঙ্গে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে কৃষক হুরমত বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনিও বাড়ি ফিরছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে। তাই বৃষ্টি বা বজ্রপাতের সময় কাউকে খোলা আকাশের নিচে না যাওয়ার পরামর্শ দিচ্ছি।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)