Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়া বিদ্যুৎস্পৃষ্টে যুব জামায়াত নেতার মৃত্যু 

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর , ২০২৫, ১১:১৩:৪০ পিএম

 

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে যুব আল মামুন গাজী (৩২) নামের এক যুব জামায়াত নেতার মৃত্যু হয়েছে।  শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আল মামুন গাজী কেঁড়াগাছি ইউনিয়নের বাকশা তাঁতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে। তিনি ওই ইউনিয়নের যুব জামায়াতের সভাপতি ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, আল মামুন পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। শনিবার দুপুরে কাকডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে লোহার গেট বসানোর কাজ করছিলেন তিনি। কাজের জন্য বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করছিলেন। এ সময় ব্যবহৃত ড্রিল মেশিনে বিদ্যুৎ লেগে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। একই সঙ্গে গেটের ভারী লোহার অংশ পড়ে তাঁর শরীরে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসেন। তবে ততক্ষণে আল মামুন মারা যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা আহাজারি করছেন। 

কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ আজাদী এক শোকবার্তায় আল মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে নিশ্চিত হওয়া গেছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)