কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে শুভ সূচনা করেছে শার্শা রুস্তম আলি একাদশ। শনিবার (৪ অক্টোবর) বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত কলারোয়া পাবলিক ইনস্টিটিউট (কপাই) আয়োজিত এই উদ্বোধনী খেলায় পরস্পরের মুখোমুখি হয় যশোর আমজাদ আলি একাদশ ও শার্শা রুস্তম আলি একাদশ। বিপুল দর্শক সমাগমে প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হলো শার্শা। খেলার দ্বিতীয়ার্ধ্বে শার্শার রিয়াদ জয়সূচক একমাত্র গোলটি করেন। খেলার সেরা খেলোয়াড় বিবেচিত হন শার্শার রাতিন। খেলাটি পরিচালনা করেন রেফারি মাসুদ পারভেজ মিলন। সহকারী ছিলেন ফারুক হোসেন স্বপন ও মোশারফ হোসেন। এর আগে জমজমাট এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।কলারোয়া পাবলিক ইনস্টিটিউট (কপাই) সভাপতি অ্যাড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কপাই সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র মুখপাত্র রইছ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব তাহের মোল্লা, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, রমজান আহমেদ, প্রভাষক খান মোহাম্মদ মহিতুল ইসলাম শাকিক, যুগ্ম আরিফুজ্জামান কাঁকন, সাংবাদিক এমএ সাজেদ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কাজী সিরাজ, সানবিম করিম সিয়াম, সাজেদুল করিম তপু প্রমুখ।