কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে হামকো ব্যাটারী পরিবেশকের দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মঙ্গলবার রাতের কোনো এক সময় শহরের মেইন বাসস্ট্যান্ডের ভাই ভাই ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের পরিচালক হামকো কর্পোরেশন লিমিটেডের এর ডিলার রাশিদ শাহারিয়ার জানান, রাতে প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় চলে যান। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটি খুলে দেখেন পছনের দেয়াল ভাঙা। ভেতরে ব্যাটারী ও বেশকিছু মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে। তিনি বলেন রাত ২টা থেকে ৩টার মধ্যে চোরেরা প্রতিষ্ঠানটিতে প্রবেশ করে নতুন ও পুরাতন ব্যাটারিসহ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে জানান তিনি।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।