যশোরে টিকা নিলেন গর্ভবতীসহ ৭ হাজার ৬০২ জন

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ১২:১৪:১৭ পিএম

# আরও ৯ প্রাণহানি, নতুন শনাক্ত ১১২

বিল্লাল হোসেন : বৃহস্পতিবার করোনার সংক্রমণ প্রতিরোধে গর্ভবতী নারীসহ ৭ হাজার ৬০২ জন টিকা গ্রহণ করেছেন। যা একদিনে সর্বোচ্চ হিসেবে রেকর্ড করেছে স্বাস্থ্য বিভাগ।

গত ২৪ ঘণ্টায় যশোরে করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু বেড়েছে। বুধবার সকাল ৮ টা থকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ঘণ্টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনায় ৮ জন ও উপসর্গে ১ জন মারা গেছে। এছাড়া ৪৯০ নমুনা পরীক্ষায় ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে বুধবার ৬১৫ নমুনায়  ৯৭ জনের করোনা পজেটিভ হয়।

হাসপাতালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, করোনায় আক্রান্তে মৃত ৮ জনের সকলে রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তারা হলেন যশোর শহরের লোন অফিস পাড়ার জবেদা খাতুন (৯০), সদর উপজেলার উপশহর এলাকার মুসলিম উদ্দিনের স্ত্রী আরিফা বেগম (৮০), বড় ভেকুটিয়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী মাহমুদা বেগম (৭৫), সুজলপুর গ্রামের বাবুল দাসের স্ত্রী মিতা দাস (৫৫) ,কেশবপুর উপজেলার মঞ্জু (৫৫), চৌগাছা উপজেলার পুড়াপাড়া এলাকার শহিদুল্লাহর ছেলে আমান উল্লাহ (৬৫), ঝিনাইদহের মহেশপুর উপজেলার ইশালডাঙ্গা গ্রামের করিম সর্দারের ছেলে আব্দুল মান্নান (৬৫) ও চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার পাকা গ্রামের আব্দুর মোড়লের ওহেদ আলী (৪৫)। উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি হলেন ওয়াদুদ মোল্যা (৭০)। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের জলিল মোল্যার ছেলে।

সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৩৩০ টি নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫৫ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৩০ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়। এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ৫ টি নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। মোট শনাক্ত ১১২ জনের মধ্যে সদর উপজেলায় ৭৯ জন, কেশবপুর উপজেলায় ৪ জন, ঝিকরগাছা উপজেলায় ৭ জন, অভয়নগর উপজেলায় ৪ জন, মণিরামপুর উপজেলায় ২ জন, বাঘারপাড়া উপজেলায় ১ জন, শার্শা উপজেলায় ২ জন ও চৌগাছা উপজেলায় ১৩ জন রয়েছে। ডা. রেগেনেওয়াজ আরও জানান, ডা. রেহেনেওয়াজ আরও জানান, বৃহস্পতিবার ৭ হাজার ৬০২ জন নারী পরুষ টিকা নিয়েছেন। এরমধ্যে এরমধ্যে চিনের সিনোফার্মের ৪ হাজার ৬৬২ জন ও জাপানের এস্টাজেনেকা টিকা নিয়েছেন ২ হাজার ৯৪০ জন। এরআগে বুধবার টিকা নিয়েছিলেন ৭ হাজার ২শ’ ৫৬ জন। তিনি আরও জানান, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো নারীদের নতুন করে টিকা কার্যক্রম শুরু হয়েছে। সম্মতিপত্রে স্বাক্ষরের পর তাদের টিকা দেয়া হচ্ছে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ১২ আগস্ট পর্যন্ত যশোর জেলায় ২০ হাজার ২২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৯২ জন। যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মারা গেছেন ৪১৬ জন। এছাড়া ঢাকায় ৬ জন খুলনায় ৭ জন ও সাতক্ষীরার হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে জেলায় করোনায় মারা গেছেন ৪৩০ জন। সিভিল সার্জন আরও জানান, টিকা গ্রহণে মানুষের ব্যাপক আগ্রহ বেড়েছে। প্রতিদিন নতুন রেকর্ড হচ্ছে। গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো নারীদের টিকা দেয়ার পর বাড়তি কাউন্সিল করা হচ্ছে।