Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒চৌগাছায় ফুটবল টুর্নামেন্টের সমাপনী

মাদক থেকে মাঠে ফেরার আহবান মিজানুর রহমান খানের

এখন সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর , ২০২৫, ০৪:৫১:৪০ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান মাদকের প্রভাব থেকে যুব সমাজকে মুক্ত করতে তাদের মাঠের দিকে ফেরার আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেলে চৌগাছা উপজেলার ধুলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে কপোতাক্ষ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।

তিনি বলেন, “গত ১৭ বছরে আমাদের তরুণ সমাজ মাদকের কবলে পড়ে ধ্বংসের পথে চলে গেছে। আমরা যুবকদের মাদকের প্রভাব থেকে মুক্ত করার জন্য তাদের মাঠের দিকে আহ্বান করছি।”

তিনি আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে, তাদের খেলাধুলার মধ্যে উৎসাহিত করতে চাই। তাই দেশের প্রতিটি অঞ্চলে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, আর্চারি, সুইমিংসহ বিভিন্ন খেলার ব্যবস্থা করা হয়েছে।

এদিনের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কায়েমকোলা ফুটবল একাডেমি। তার ৩-০ গোলে নলভাঙ্গাকে পরাজিত করে।

চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, চৌগাছা উপজেলার সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আলীবদ্দি খান আলী।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)