চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলার ১১ নম্বর সুকপুকুরিয়া ইউনিয়নের কৃষকদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আব্দুল হামিদ।
কৃষি উপসহকারি কর্মকর্তা আমিরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ জেড এম ওবাইদুল্লাহ, অতিরিক্ত কৃষি অফিসার মিজানুর রহমান। কর্মশালায় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।