ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সমাপনী ও প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
ফুটবল ফাইনাল খেলায় বালক মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বাঐডাঙ্গা ব্রজলাল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া বালিকা লখপুর ইছাক-আমিম্বয়া কলেজিয়েট স্কুলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরিণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাপি¥য়ন হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা।
মাধ্যমিক একাডেমিক সুপারভাইজ আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, প্রধান শিক্ষকগণ শেখ মুহা: বাকি বিল্লাহ, সৈয়দা আনোয়ারা বেগম, শিক্ষক এস এম হায়দার আলীসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বালক ও বালিকা উভয় খেলা পরিচালনা করেন মোস্তাহিদুর রহমান মুক্ত। সহযোগী ছিলেন বাশির উদ্দীন ও মো: রাব্বি।