চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় যুবদল কর্মী আতিয়ার রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিংহঝুলী ইউনিয়ন বিএনপির আয়োজনে জগন্নাথপুর গ্রামে পালিত হয় মৃত্যুবার্ষিকী।
সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮৬ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুস আলী দফাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর শাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, আতিয়ার রহমান উপজেলা কৃষকদলের সহসভাপতি বিএম ইখলাচ ও উপজেলা যুবদল নেতা এম. ইলিয়াস আলীর আপন চাচা। ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর রাজনৈতিক প্রতিহিংসায় আওয়ামী লীগের স্থানীয় চিহ্নিত ১০-১২ জন সন্ত্রাসীর হাতে খুন হন তিনি।