কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান নিরোধ, আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভাগুলো অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, কলারোয়া পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলি বাবু, উপজেলা মহিলা দলের মিসেস রাশিদা আশরাফ, ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার হুমায়ূন কবির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।