বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দাদা-নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে উপজেলার শিবপুর গ্রামের মোল্লা বাড়িতে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন, দাদা শাহ মোল্লা (৭৫) ও নাতি নুল কাদের মোল্লা (৫)।
স্বজনরা জানান, ঢাকায় বসবাসরত প্রথম শ্রেণীর ছাত্র নুল কাদের মোল্লা বৃহস্পতিবার সকালে বাবা নুরুজ্জামান মোল্লার সাথে গ্রামের বাড়ি শিবপুরে বেড়াতে আসেন। এরপর দুপুরে দাদা শাহ মোল্লার (৭৫) সাথে নিজ বাড়ির পুকুরে গোসল করতে যায় শিশু নুল কাদের মোল্লা। দীর্ঘক্ষণ পর একই বংশের মুকুর মোল্লা একই পুকুরে গোসল করতে নেমে পানির মধ্যে দাদা নাতির নিথর মরদেহ দেখতে পায়। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে মরদেহ দুটি পুকুর থেকে তুলে আনেন। স্বজনরা দু’জনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর আর হাসপাতালে নেয়া হয়নি। বিকালে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাদা নাতির মরদেহ দাফন হয়।