মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) মাগুরা ও যশোর অঞ্চল আয়োজিত বুধবার সকাল ১০টায় শালিখা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছা। স্বাগত বক্তব্য রাখেন ডা. কাইমুন আক্তার মুনা আঞ্চলিক ব্যবস্থাপক এসডিএফ যশোর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অনুপ কুমার মন্ডল জেলা কর্মকর্তা এমইএফ আন্ড জিএ, ডাঃ শেখ আরিফুজ্জামান, ডা. শেখ মুঞ্জুর এ হুদা সাদী।