আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আসমা খাতুনকে অপসারনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় ফুলতলা বাজারে ভুক্তভোগি সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের দুর্নীতি হঠাও সুবিধা বঞ্চিতদের বাচাও”, “আসমা হঠাও প্রতাপনগর বাচাও”-স্লোগানকে সামনে রেখে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স ম আকতারুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক নুরি আলম সিদ্দিকী, স্থানীয় দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ, ইউনিয়ন বিএনপি’র সাবেক সংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বিএনপি নেতা কারিমুজ্জামান, প্রতিবন্ধী ভুক্তভোগীর স্বামী আব্দুল সালাম, ভুক্তভোগী মুক্তার হোসেন প্রমুখ।