Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে কেকেবিএইউর স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৫, ০২:১৩:১২ পিএম

 

খুলনা প্রতিনিধি: খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়-এর খুলনা-সাতক্ষীরা হাইওয়ে সড়ক সংলগ্ন কৈয়া বাজার সন্নিকটস্থ নির্ধারিত স্থায়ী ক্যাম্পাসের জমিতে বুধবার এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পূবালী ব্যাংক পিএলসি, শেখপাড়া বাজার শাখার উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথি একটি আম গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক শেখপাড়া বাজার শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ ইমরুল ইসলাম ও কৈয়া বাজার শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মহসিন। এছাড়া ব্যাংকের সাপোর্ট ইঞ্জিনিয়ার ও সিনিয়র অফিসার সুমন সাহা, সিনিয়র অফিসার শেখ সোহেল রানা ও জুনিয়র অফিসার অসীম কর্মকার উপস্থিত ছিলেন। বৃক্ষরোপন কর্মসূচিতে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আম, জাম, পেয়ারা, চালতা, আমড়া, লেবু, জলপাই, জাম্বুরা, বরই, আমলকি, দেবদারু, বহেরা, নিম, অর্জুন, লিচুসহ বিভিন্ন প্রজাতির চারা।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)