কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মন্ডপেই বসানো হবে সিসি ক্যামেরা। থাকবে উপজেলা ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারী। পূজা উদযাপন উপলক্ষে বুধবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রস্তুতিমূলক সভায় এমন সিদ্ধান্তের কথা জানায় উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে পরিষদের অডিটোরিয়ামে সভায় উপজেলার ১০১ টি দূর্গাপূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। সভায় সিদ্ধান্ত হয় এবারের পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজা মন্ডপেই সিসি ক্যামেরা স্থাপন, পাহারাদার ও স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। এছাড়াও শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও প্রদান করা হয়।
সভায় সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার হাসান সাজ্জাদ,সাবেক উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস রহমান মিঠু, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উজ¦ল বিম্বাস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।