নিজস্ব প্রতিবেদক: যশোরের বসুন্দিয়ায় আদর্শ মানুষ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ-অসহায় রোগীকে চিকিৎসা সহায়তার অংশ হিসেবে খোলাডাঙ্গা গ্রামের ক্যান্সারে আক্রান্ত রাজিয়া সুলতানার চিকিৎসা সহায়তার জন্যে তার স্বামী আলাউদ্দিনের হাতে প্রথম পর্যায়ের অনুদানের চেক তুলে দেয়া হয়।
মঙ্গলবার সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আহমদ রাজু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান- সৈয়দ আলী আশরাফ, জেনারেল সেক্রেটারি আরমান পারভেজ, অর্থ সম্পাদক আব্দুল করিম, কোষাধ্যক্ষ- আলামিন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রউফ আরিফ. এম এম জাহিদুল ইসলাম প্রমুখ।