নিজস্ব প্রতিবেদক : যশোর জেনারেল হাসপাতালে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন যশোর শাখার নবনির্বাচিত কমিটির সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে হাসপাতাল সভাকক্ষে সর্বস্তরের নাসিং কর্মকর্তাদের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধিতরা হলেন- জেলা শাখার সভাপতি শাহিদা খাতুন, সহ-সভাপতি সেলিনা আক্তার, সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, কোষাধ্যক্ষ হাসিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক পবিত্র বিশ্বাস ও ছাত্রী বিষয়ক সম্পাদক খুকু রাণী দাশ।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রী শেখর সরকার।
বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা, ডা. আ ন ম বজলুর রশিদ টুলু, নার্সিং ও মিডিওয়াইফারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আর্জিনা খাতুন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স ফারহানা সুলতানা, মাসরুরা ইয়াসমিন, মমাজ বেগম খুশি, নাসরিন আক্তার পলি, তহমিনা পারভিন প্রমুখ।