আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে স্থানীয় পর্যায়ের মুল স্টেকহোল্ডারদের সাথে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক আডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। লিলিয়েনা ফন্ডস, নেদারল্যান্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায়, আইডিয়াল এর আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ রায়। এ সময় বিশেষ অতিথি ছিলেন, রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেট্রাকটর বৈদ্যনাথ সরকার। উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান, শোভনালী ইউপি চেয়ারম্যান মোঃ আবুবকর সিদ্দিক উপস্থিত ছিলেন।
সুব্রত বাছাড় এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী ফারজানা মুস্তাহিদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড ট্রেইনার আফতাবুর জামান, সাইজুল ইসলাম সিবিআর ফেসিলিটেটর ও পূর্ণিমা মহলদার সিবিআর ইন্টার্ন।