নেহালপুর প্রতিনিধি : মণিরামপুরের মশিয়াহাটী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। একই সাথে কলেজে নতুন যোগদানকৃত পাঁচজন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সোমবার কলেজ সেমিনার কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাড. শহীদ মো. ইকবাল হোসেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হামিদুল ইসলাম, বর্ষীয়ান বিএনপি নেতা পরিতোষ বিশ্বাস, সাইফুল ইসলাম, পংকজ বিশ্বাস, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তুষার কান্তি সরকার।