কেশবপুর প্রতিনিধি : কেশবপুর বাহরুল উলুম কামিল আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হাই এজেণ্ট ব্যাংকিং এ ৩ কোটি টাকার আত্মসাতের মামলায় এখন খুলনা জেলা কারাগারে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে- কেশবপুর বাহরুল উলুম কামিল আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হাই তার গ্রামের বাড়ি খুলনা জেলার দিঘলিয়া উপজেলায়। কেশবপুর আলিয়া মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে যোগ দেয়ার আগে তিনি খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় একটি এজেণ্ট ব্যাংকিং এ অফিস পরিচালনা করতেন। এ সময় তিনি ওই এজেণ্ট ব্যাংকিং এ সদস্যদের ৩ কোটি টাকা আত্মসাৎ করে চলে আসেন। এরপর এজেণ্ট ব্যাংকিং এসদস্যরা তাদের টাকার দাবিতে দিঘলিয়া উপজেলার এজেণ্ট ব্যাংকিং এ অফিসে যাতায়াত করতে শুরু করে। তারা অনেকেই কেশবপুর বাহরুল উলুম কামিল আলিয়া মাদ্রাসায় এসে যোগাযোগ করে তাদের পাওনা টাকা আদায় করতে ব্যর্থ হয়। অবশেষে তার বিরুদ্ধে খুলনা জেলা আদালতে মামলা দায়ের করেন। আদালত তার বিরুদ্ধে সমন জারী করে। গত ১০ দিন পূর্বে তিনি আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে খুলনা কারাগারে প্রেরণ করেন। তিনি অর্থ আত্মসাতের মামলায় এখন খুলনা জেলা কারাগারে রয়েছেন। কেশবপুর আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই কেশবপুর আলিয়া মাদ্রাসার দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।