বাগেরহাট প্রতিনিধি : তিন দফা দাবিতে বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি সংবাদ সম্মেলন করেছে। রোবাবর সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমিতির সিনিয়র সহসভাপতি মোঃ সাহাজান মিনা । দাবিগুলো হচ্ছে- সরকারের অনুমোদনবিহীন চলাচলরত অবৈধ বিআরটিসির গাড়ি বন্ধ করতে হবে, বরিশাল ও খুলনা ডিপো কর্তৃক বৈধ চলাচলরত গাড়ির তালিকা সরবরাহ করতে হবে। জেলা শহর থেকে চলাচলকারী দূরপাল্লার পরিবহনে প্রতি উপজেলায় একমাত্র কাউন্টার রেখে বাকী কাউন্টার বন্ধ করতে হবে এবং লোকাল যাত্রী তোলা থেকে বিরত থাকতে হবে। সড়ক ও আঞ্চলিক মহা সড়কে ইজিবাইক, মাহেন্দ্র,নছিমন, করিমন চলাচল বন্ধ করতে হবে ।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, আগামী ৫ অক্টোবরের মধ্যে উল্লেখিত দাবি বাস্তবায়িত না হলে ৬ অক্টোবর থেকে খুলনা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট ও ঝালকাঠি এই ৫ জেলার ৭টি রুটে সকল প্রকার গাড়ি চলাচল অনির্দ্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,সহ সভাপতি মোঃ শেখ জিয়া উদ্দিন জিয়াম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ,আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল নোমান, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান মিনাসহ অন্যান্য নেতৃবৃন্দ ।