নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : অবশেষে চেয়ার-টেবিল ছাড়তে হলো নৈশপ্রহরী আসাদ’কে। মণিরামপুর ভূমি অফিসের নৈশ প্রহরী আসাদ। নিজের পদ পদবী তোয়াক্কা না করেই রীতিমতো চেয়ার টেবিলে বসে নামজারিসহ গুরুত্বপূর্ণ কাজ করে আসছিলেন দীর্ঘদিন ধরে। তার কাছে কাজে আসা সাধারণ জনগণ আসাদকে স্যার না বললে মাইন্ড করতো। ঘুষ দুর্নীতি যেন তার নেশায় পরিণত হয়েছিল। এ কারণে সাধারণ জনগণ চরম নাখোশ ছিল। অফিসের দিনে রীতিমতো কর্মকর্তার মেজাজে থাকতো আসাদ। কোন ব্যক্তি অফিসে কাজ করাতে এলেই টার্গেট থাকতো ফাইলটি তার অনুুকূলে নিতে। রোববার দৈনিক স্পন্দনে প্রথম পাতায় নৈশ প্রহরী আসাদ’কে স্যার না বললে মাইন্ড করেন শিরোনামে সংবাদ প্রকাশিত হলে আমলে নেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রোববার তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হলে তাকে অফিস কক্ষে ডেকেই ফাইল বা চেয়ার টেবিলে বসে কোনো কাজ না করতে নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি তাকে চরমভাবে ধমক দিয়েছেন বলেও জানাগেছে। কেবল আসাদ নয়, অফিসের অন্যান্য টেবিলে কর্মরতদেরও দুর্নীতির সাথে না জড়ানোর জন্য সতর্ক করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায় সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান সম্প্রতি এ অফিসে যোগদান করার পর সকলের বিষয়ে তার জানার বাইরে ছিল। এ কারণেই রোববার সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়েছেন এ অফিস প্রধান। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন- মণিরামপুর ভূমি অফিস সাধারণ জনগণের ভূমি সেবা দিতে বদ্ধ পরিকর। হয়রানি, দুর্নীতির সাথে জড়িত প্রমাণ পেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।