জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জীবননগর প্রেসক্লাব ও পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলার প্রেসক্লাব মহেশপুরের মধ্যে এ রোমাঞ্চকর খেলা শনিবার বিকেল চারটায় জীবননগর মিনি স্টেডিয়ামে শুরু হয়। এই খেলার আয়োজন করে জীবননগর প্রেসক্লাব। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি রনি, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সম্পাদক শফি উদ্দিন শফি প্রমুখ।