ঝিকরগাছা প্রতিনিধি : ঝিকরগাছা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল আয়োজনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সরদার মোঃ নুরুজ্জামান। বক্তারা বলেন, আগামীর নির্বাচন হবে অত্যন্ত চ্যালেঞ্জিং। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। তারেক রহমান-অনিন্দ্য ইসলাম অমিতের আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীর অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আলী হায়দার রানার সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শামিম আক্তার, যুগ্ম-আহবায়ক আসলাম শেখ, যুগ্ম-আহবায়ক (সহদফতর) মিলন মাহমুদ বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাঈদ ফারহা বাবু, চৌগাছা উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান। এসময় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডেরে নেতৃবৃন্দসহ কর্মীসভা বাস্তবায়ন ও উপ-কমিটির সকল নেতৃবৃন্দ।