Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

৭২ ঘণ্টায় ছয় দেশে ইসরায়েলের হামলা

এখন সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৫, ০২:০০:৫০ পিএম

নিউজ ডেস্ক : ইসরায়েল ৭২ ঘণ্টায় ছয়টি দেশে হামলা চালিয়েছে। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় দেশটি।
ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস নেতাদের এক বৈঠককে নিশানা করে এই হামলা চালানো হয়। এতে অন্তত ছয়জন নিহত হয়।
তাদের মধ্যে হামাস নেতা খলিল আলুহায়ার ছেলেসহ তার কার্যালয়ের পরিচালক, তিন দেহরক্ষী ও কাতারের এক নিরাপত্তাকর্মী রয়েছেন। তবে হামাসের শীর্ষ নেতারা হামলা থেকে বেঁচে গেছেন।
ইসরায়েল তাদের সীমান্তের বাইরে আরও বিস্তৃত অঞ্চলজুড়ে যেসব হামলা চালিয়েছে তার অংশ হিসেবেই কাতারে এই হামলা হয়।
আল জাজিরা জানায়, গত ৭২ ঘণ্টায় কাতার এবং গাজা ছাড়াও আরও চার দেশে হামলা চালিয়েছে ইসরায়েলে। আর চলতি বছর ইসরায়েলের হামলায় পড়া সপ্তম দেশ কাতার।
গাজায় অবিরাম বোমাবর্ষণ:
মঙ্গলবার কাতারে হামলা করার আগে সোমবার থেকেই গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ১৫০ জন নিহত ও ৫৪০ জন আহত হয়।
নিহতদের মধ্যে অনেকে খাদ্য সাহায্য নিতে গিয়ে প্রাণ হারান, আবার কয়েকজন অপুষ্টিজনিত কারণে মারা গেছেন।
অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৬৪ হাজার ৬৫৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৪০৪ জন অনাহারে মারা গেছেন।
গাজা সিটিতে ইসরায়েলের চলামান হামলায় টাওয়ার ভবন ধ্বংস, অবকাঠামো নষ্ট ও মানুষ ঘরছাড়া হয়েছে। ফলে অনেকেরই কোথাও আশ্রয় নেই।
লেবাননে যুদ্ধবিরতি ভেঙে হামলা:
গত সোমবার স্থানীয় সময় দুপুর ১ টায় ইসরায়েলি যুদ্ধবিমান বেকা ও হারমেল জেলায় হামলা চালায়, এতে অন্তত পাঁচজন নিহত হন।
ইসরায়েল দাবি করেছে, সেগুলো ছিল হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার, তবে স্বাধীনভাবে এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
তাছাড়া, মঙ্গলবার বৈরুতের দক্ষিণে বারজা গ্রামে ইসরায়েলের ড্রোন হামলায় আহত হয়েছেন এক হিজবুল্লাহ সদস্য।
সিরিয়ায় বিমান হামলা:
গত সোমবার রাতে ইসরায়েলের যুদ্ধবিমান সিরিয়ায় হোমসের একটি বিমানঘাঁটি ও লাতাকিয়ার সেনা ব্যারাকে হামলা চালা। স্থানীয়রা প্রবল বিস্ফোরণ শুনেছেন।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘সার্বভৌমত্ব লঙ্ঘন’ ও ‘জাতীয় নিরাপত্তার হুমকি’ হিসেবে নিন্দা করেছে। যুদ্ধপরবর্তী সময়েও দেশটিতে প্রায় একশবার হামলা চালিয়েছে ইসরায়েল।
তিউনিসিয়া উপকূলে গাজা ফ্লোটিলায় হামলা:
সোমবার রাতে তিউনিসিয়ার সিদি বু সাঈদ বন্দরে ভিড়ে থাকা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র প্রধান জাহাজ ফ্যামিলি বোটে সন্দেহজনক ইসরায়েলি ড্রোন হামলা হয়।
জাহাজটিতে ছয়জন যাত্রী ছিলেন। হামলায় জাহাজে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
মঙ্গলবার রাতে তিউনিসিয়া উপকূলে যুক্তরাজ্যে পতাকাবাহী আরেক জাহাজ “আলমা” ও একইভাবে আক্রান্ত হয়। তাতে আগুন লাগলেও হতাহতের খবর পাওয়া যায়নি।
উভয় জাহাজই গাজায় অবরোধ ভেঙে সাহায্য পৌছাতে যাওয়া বৈশ্বিক ফ্লোটিলা অভিযানের অংশ।
২০১০ সাল থেকে এ ধরনের বহর একাধিকবার গাজায় পৌঁছানোর চেষ্টা করেছে এবং বেশির ভাগ ক্ষেত্রেই ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় সেগুলো আটকে দিয়েছে বা তাতে হামলা চালিয়েছে।
কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা:
কাতারে প্রথমবারের মতো ইসরায়েলের হামলায় ওয়েস্ট বে লাগুনের কূটনৈতিক দপ্তর, স্কুল, সুপারমার্কেট ও আবাসিক ভবন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
যুক্তরাষ্ট্রের অনুরোধে কাতারে আছেন হামাস নেতারা। ঘটনাস্থল থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরেই যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ঘাঁটি সেন্টকম এর অবস্থান।
ইয়েমেনের রাজধানী সানায় হামলা:
গত বুধবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় ইসরায়েল। হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় সানা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে গত ৬ মে ইসরায়েল একই বিমানবন্দরে হামলা চালিয়েছিল। আর গত ২৮ অগাস্ট ইসরায়েলের হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউইসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।
সূত্র- আল জাজিরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)