দাকোপ প্রতিনিধি: দাকোপের কৈলাশগঞ্জে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার ৪ নম্বর কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রশাসক ডাঃ বঙ্কিম কুমার হালদার। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় এবং মানব পাচার প্রতিরোধ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন ব্র্যাক মাইগ্রেশন এন্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার খুলনার কো-অর্ডিনেটর অশোক বালা। সভায় বক্তৃতা করেন কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ সচীব মোঃ ইমরান আলী, দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত মন্ডল, ইউপি সদস্য প্রবীর কুমার মন্ডল, মোঃ ফয়সাল আলম গাজী, অশোক কুমার গাইন, অমিত মন্ডল, রবীন্দ্রনাথ মন্ডল, অনাদী গাইন, তপন সরকার, সুখেন্দু শেখর রপ্তান, স্বপন মন্ডল, কল্পনা রায়, কনকলতা বিশ্বাস, মিনা মন্ডল, মাহমুদুল হাসান আলমগীর, চন্দনা বৈদ্য, সুনিল মন্ডল, রুপক গাইন, অভিজিত মিস্ত্রি, অলোকেশ বৈদ্য, গৌরপদ মিস্ত্রি, কিরন মন্ডল, কল্পনা সরকার, উত্তম মন্ডল, সোহাগ রায়, তারিক গাজী, উত্তম কুমার, শাহরিয়ার হাসান প্রমুখ। সভাটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ব্র্যাকের ইকোনোমিক রিইন্টিগ্রেশন খুলনার সেক্টর স্পেশালিস্ট শ্রাবন্তী সাহা।