Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে শতাধিক তরুণ পেলেন উদ্যোক্তা হওয়ার প্রেরণা

এখন সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৫, ১২:১৪:৩৮ পিএম

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে শতাধিক তরুণ-তরুণী পেলেন উদ্যোক্তা হয়ে ওঠার অনুপ্রেরণা। বৃহস্পতিবার সকালে উপজেলার জাগরণী চক্র ফাউন্ডেশন কার্যালয়ে শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনে এক কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়। জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে এবং পিকেএসএফ’র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

দেশের বিপুল সংখ্যক তরুণ এখনো বেকারত্বের দুষ্টচক্রে আটকে আছেন। রেইজ প্রকল্পের লক্ষ্য হলো তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা এবং সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এতে তরুণরা শুধু নিজেদের কর্মসংস্থানই তৈরি করবে না, বরং অন্যদেরও কর্মের সুযোগ করে দেবে।

সভায় বক্তব্য রাখেন পরিচালক (এমএফপি) মোহাম্মদ আজিজুল, উপ-সহকারী পরিচালক (এমএফপি) শেখ মোজ্জামেল হক, জোনাল ম্যানেজার ফারুক আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল ইসলাম, রেইজ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শাহজাদা হাসিবুর রহমান এবং কেইস ম্যানেজমেন্ট অফিসার আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, লাইফ স্কিল অফিসার আব্দুল্লাহ আল মামুন, কেইস ম্যানেজমেন্ট অফিসার বাবুল আক্তার, জাগরণী চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার এস এম মিজানুর রহমান এবং অভয়নগর শাখা ম্যানেজার আক্তারউজ্জামান প্রমুখ। সভায় অংশগ্রহণকারী শতাধিক তরুণকে প্রকল্পের লক্ষ্য ও সম্ভাবনা সম্পর্কে অবহিত করা হয়। একইসঙ্গে তাদেরকে কর্মমুখী প্রশিক্ষণে অংশ নিতে উদ্বুদ্ধ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)