Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒অভয়নগর উপজেলা পানি কমিটির সভা

ভবদহে টিআরএম প্রকল্প চালুর পর নদী খননের দাবি

এখন সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৫, ১২:১৩:৩৩ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: ভবদহ এলাকায় টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম প্রকল্প চালু করার পর নদী খননের দাবি করা হয়েছে। যশোরের অভয়নগর উপজেলা পানি কমিটির সভা থেকে এ দাবি করা হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে উত্তরণ ও উপজেলা পানি কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

অভয়নগর উপজেলা পানি কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম মান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক।

উপজেলা পানি কমিটির সহ-সভাপতি আক্তারুজ্জামান তরফদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পানি বিশেষজ্ঞ হাশেম আলী, উপজেলা পানি কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার, সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন গাজী, ডুমুরিয়া উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক শেখ সেলিম আক্তার, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, অভয়নগর পানি কমিটির সাংগঠনিক সম্পাদক মোল্যা হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ মহলদার, বিকাশ মল্লিক প্রমুখ। সভায় বক্তারা দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে টিআরএম প্রকল্প চালু করতে হবে। আর এই প্রকল্প চালুর পরই নদী খননের কাজ শুরু করতে হবে। জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডকে জনগণের মতামতের ভিত্তিতে কাজ করতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)