কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বছর এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পাওয়া লাইব্রেরিয়ান ও গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদত্যাগ করায় এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। সহকারী শিক্ষক মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংবর্ধিত বিদায়ী শিক্ষক মো.আতাউর রহমান, সহকারী শিক্ষক আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম প্রমুখ। সভা শেষে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককের হাতে উপহারসামগ্রী তুলে দেন শিক্ষকমন্ডলীসহ শিক্ষার্থীরা। এদিকে, বিদায় সংবর্ধনা শেষে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির জন্য মাসিক পুরস্কার ও ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ) অনুষ্ঠানে হামদ-নাত এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।